রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : এক

বিশ্বকাপ ক্রিকেট, ১৯৭৫। 

♠ আয়োজক : ইংল্যান্ড 
♠ সময় : ৭ই জুন থেকে ২১শে জুন, ১৯৭৫ 
♠ অংশগ্রহণকারী দলের সংখ্যা : ৮ 
♠ স্পন্সর : Prudential Assurance Company 
♠ দল সমূহ : অস্ট্রেলিয়া, ইষ্ট আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ (যার মধ্যে শ্রীলঙ্কা এবং ইষ্ট আফ্রিকার টেস্ট স্ট্যাটাস ছিল না) 
♠ সর্বমোট ম্যাচের সংখ্যা : ১৬ (ফাইনাল সহ) 
♠ সর্বাধিক রান করেন : Glenn Turner (নিউজিল্যান্ড), ৩৩৩ রান 
♠ সর্বাধিক উইকেট সংগ্রহ করেন : Gary John Gilmour (অস্ট্রেলিয়া), ১১ উইকেট 

প্রথম সেমি ফাইনাল : ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া 

♠ অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। 
♠ স্কোরকার্ড : ইংল্যান্ড ৩৬.২ ওভারে ৯৩ রানে অল আউট এবং অস্ট্রেলিয়া ২৮.৪ ওভারে ৬ উইকেটে ৯৪ রান। 
♠ অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয় লাভ করে। 
♠ Gary John Gilmour ১২ ওভারে ৬টি মেডেন সহ ১৪ রানে ৬ উইকেট অর্জন করে। 
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Gary John Gilmour (অস্ট্রেলিয়া) 

০১. Gary John Gilmour ১৪ রানে ৬ উইকেট তুলে নেয় 

 

০২. ওপেনার Barry Wood-কে বোল্ড করেন Gary John Gilmour 
 

০৩. Dennis Amiss-কে এল বি ডব্লিউ করেন Gary John Gilmour 
 

০৪. John Snow এর বিরুদ্ধে ব্যাট করছেন Gary John Gilmour 
 


দ্বিতীয় সেমি ফাইনাল : নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ 

♠ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। 
♠ স্কোরকার্ড : নিউজিল্যান্ড ৫২.২ ওভারে ১৫৮ রানে অল আউট এবং ওয়েস্ট ইন্ডিজ ৪০.১ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান। 
♠ ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয় লাভ করে। 
♠ AI Kallicharran ৯২ বলে ৭টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৭২ রান করেন। 
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Alvin Isaac Kallicharran (ওয়েস্ট ইন্ডিজ) 

০১. Glenn Turner আউট হবার পর আনন্দে লাফিয়ে ওঠে Vivian Alexander Richards 
 

০২. AI Kallicharran সর্বোচ্চ ৭২ রান করেন 
 

০৩. John Morrison-কে এল বি ডব্লিউ করেন Bernard Julien 
 


ফাইনাল : ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া 

০১. ফাইনালের পূর্বে দু'দলের অধিনায়ক Ian Chappell এবং Clive Lloyd 
 

তারিখ : ১৭ জুন, ১৯৭৫ 
মাঠ : লর্ডস, লন্ডন, ইংল্যান্ড 
দর্শক : ২৪,০০০ 

♠ অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। 
♠ স্কোরকার্ড : ওয়েস্ট ইন্ডিজ ৬০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান এবং অস্ট্রেলিয়া ৫৮.৪ ওভারে ২৭৪ রানে অল আউট। 
♠ ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয় লাভ করে। 
♠ Clive Lloyd ৮৫ বলে ১২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১০২ রান করেন। 
♠ অস্ট্রেলিয়া দলের ৫ জন খেলোয়াড় রান আউট হয়, যার তিনটিই করেন Vivian Richards 
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Clive Lloyd (ওয়েস্ট ইন্ডিজ) 

০২. সেঞ্চুরির পথে Clive Lloyd এর একটি পুল শট 
 

০৩. Clive Lloyd এর আরেকটি দুর্দান্ত শট 
 

০৪. Greg Chappell রান আউট হয় ১৫ রানে 
 

০৫. Ian Chappell রান আউট হয় ৬২ রানে 
 

০৬. রান আউট হয়ে ফিরে আসছে Ian Chappell 
 

০৭. Rohan Kanhai করেন ৫৫ রান 
 

০৮. বল করছেন Gary John Gilmour 
 

০৯. Keith Boyce এর একটি চার মারার পর ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের উল্লাস 
 

১০. ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের বিজয় উল্লাস 
 


কিছু তথ্য: 

✪ প্রথাগত সাদা পোশাকে এবং লাল বলে খেলাগুলো হয়েছিল। 
✪ প্রতিটি ম্যাচ ছিল ৬০ ওভারের। 
✪ ফাইনাল খেলাটির আম্পায়ারের দায়িত্বে ছিলেন Dickie Bird এবং Tom Spencer। 
✪ ইংল্যান্ডের Dennis Amiss প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করেন। উনি ১৪৭ বলে ১৮ টি চারের সাহায্যে ১৩৭ রান করেন। 
✪ এক দিনের ইতিহাসে সবচেয়ে উদ্ভট ব্যাটিং প্রচেষ্টার শুরু হয় ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কার দ্বারা। 
✪ গাভাস্কার পুরো ৬০ ওভার ব্যাট করে ৩৬ রানে অপরাজিত থাকেন। উনি ১৭৪ বলে ১টি চারের সাহায্যে ৩৬ রান করেছিলেন। 
✪ ফাইনাল খেলায় নো-বলে Jeff Thomson এর একটি ক্যাচ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং দর্শক দৌড়ে পিচে ছুটে আসে। দর্শক ছুটে আসার আগেই Dennis Lillee এবং Jeff Thomson তিন রান সংগ্রহ করে। পরবর্তীতে পিচে অসংখ্য দর্শক থাকার কারণে আম্পায়ার চার রান ঘোষণা করেন। 
✪ ১৯৯২ সালের পূর্বে বিশ্বকাপে ম্যান অব দা র্টুনামেন্ট পুরস্কারটি চালু হয়নি। 


১১. প্রথম বিশ্বকাপ হাতে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক Clive Lloyd 
 



তথ্য সূত্র: 
০১. www.espncricinfo.com 
০২. 1975 Cricket World Cup 



♦♦ শুরু হলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ২০১৫ এর মাস। এ উপলক্ষ্যে এই সিরিজ তৈরি করার ইচ্ছে আছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ICC CWC 2015 COUNTDOWN